কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা এর সম্মানিত পরিচালক(পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং ) মোঃ রেজাউল করিম আজ টেকনাফ উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। ডিএই -ইউনিসেফ পার্টনারশিপ অন নিউট্রিশন থ্রু এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস প্রকল্পের আওতায় স্থাপিত বিভিন্ন কৃষক মাঠ পুষ্টি স্কুল এর উপকারভোগিদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি উপকারভোগিদের বিভিন্ন পুষ্টি বাগান পরিদর্শন করেন এবং নিয়মিত নিরাপদ সবজি-ফলমুল খাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের কনসাল্টেন্ট কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ জাকিরুল ইসলাম এবং সংশ্লিস্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস